হাসুসের সাহিত্য বিচার

0
144

সাহিত্য বিচার প্রক্রিয়াঃ
১।গ্রুপের নিয়ম মতো ক্যাটাগরি, বিভাগ,কবির নাম,কবিতার নাম,তারিখ,প্রতিযোগিতার নং সঠিক দেয়া আছে কিনা তা পরীক্ষা করা।এতে ভুল থাকলে লেখা সরাসরি বাতিল বলে গণ্য হবে।

২।রাষ্ট্র বিরোধী,সরকার বিরোধী কিংবা দেশের প্রচলিত আইনকে প্রশ্নবিদ্ধ করে এমনসব লেখা সরাসরি বাতিল বলে গণ্য হবে।

৩।কবিতার ক্ষেত্রে ভাবের গভীরতা,ছড়ার ক্ষেত্রে ছন্দের অন্ত মিলের প্রাধান্যতা দেয়া হবে।

৪। বানান সতর্কতা মেজর হিসেবে দেখা হবে।

৫।কাব্যিক শব্দের ব্যবহারের দক্ষতা।

৬।বিগত কোন বিজয়ী পরবর্তী অন্তত তিন প্রতিযোগিতায় বিজয়ী করবেন না।কারন নবীনদের সুযোগ দিতে হবে।

৭। লেখার রোলস ফলো করে লিখতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে