হাজারটা ভালোর মাঝে একটু ভুলেই সমালোচনা হবে

0
145

একদিন এক শিক্ষক ব্ল্যাকবোর্ডে লিখলেন,,,
৯×১=৯
৯×২=১৮
৯×৩=২৭
৯×৪=৩৬
৯×৫=৪৫
৯×৬=৫৪
৯×৭=৬৩
৯×৮=৭২
৯×৯=৮১
৯×১০=৯১
লেখা শেষ করে শিক্ষক ছাত্র-ছাত্রীদের দিকে তাকিয়ে দেখলেন সবাই হাসছে, কারণ নামতার শেষের লাইন টি ভুল ছিল। তারপর শিক্ষক তাদের বললেন আমি একটি বিশেষ উদ্দেশ্য ইচ্ছে করেই নামতার‌ শেষে লাইন টা ভুল লিখেছি যাতে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষা দিতে পারি। তোমাদের জানা উচিত যে জগৎ তোমাদের সাথে কেমন ব্যবহার করবে। আমি ৯টি নামতা সঠিক লিখেছি কিন্তু তোমরা আমাকে অভিনন্দন জানাও নি কিন্তু একটা ভুলের জন্য সমালোচনা করছো।

মূল শিক্ষা হলো: তোমরা যদি হাজার টা ভালো কাজ করো তাহলে জগৎ তোমাদের প্রশংসা করবে না। কিন্তু যদি একটা ভুল কাজ করো তাহলে জগৎ তোমাদের সমালোচনা করতে ছাড়বে না।

#collected

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে