ছড়া।।সোনামণিদের ছড়া-জীবন কৃষ্ণ সরকার।।

0
198

১। ফুল কুমারী
জীবন কৃষ্ণ সরকার

ফুলকুমারী নদীর জলে
সাঁতার কাটে ঢেউয়ের তালে
জলপাই খেলে দলে মিলে
মাছ ধরে সে খালে বিলে।

ঠিক দুপুরে গাছের ডালে
পেঁয়াজ, লবন,মরিচ জ্বালে
মাখবে মুড়ি সরষে তেলে
খাবে তখন হেলে দুলে।

২৪.০১.১৬

২। হাম্বা হাম্বা রব
জীবন কৃষ্ণ সরকার

করম আলীর বাঁচুর ডাকছে
হাম্বা হাম্বা রবে
পৌষ মাসের শীত পড়েছে
গ্রীষ্ম আসবে কবে।

চারিদিকে শীতের প্রকোপ
বাড়ছে এবার বেশি
তাওইতো মোরা খেলা ছেড়ে
আগুন ভালোবাসী।
২৪.০১.১৬

৩। দোয়েল পাখি
জীবন কৃষ্ণ সরকার

দোয়েল পাখি,দোয়েল পাখি
একটু কথা কও
সাত সকালে আমায় ছাড়া
কেমন করে রও।

পূব আকাশে সূয্যি মামা
দেখতে বড়ো লাল
জানো নাকো তোমায় ছাড়া
পন্ড আমার সকাল?

তাইতো বলি দোয়েল পাখি
আমার কথা রাখো
মেলা থেকে ঘোড়া কিনবো
তোমার জন্য দ্যাখো।
১১.০৪.২০১৬

৪।আমাদের সুফিয়া
জীবন কৃষ্ণ সরকার

আমাদের সুফিয়া
শুধু মাত্র চা খাইয়া
সারারাত জাগরণ করে,
বই পড়তে বসিয়া
নামে মাত্র শিখিয়া
চা তৈরির কাজটা সে করে।

চা খাওয়ার পরে তাই
পড়ায় বসার খবর নাই
মনে মনে কি যে সে ভাবে
জিজ্ঞাসিলে বলে তাই
খাতা আছে কলম নাই
খিলখিলিয়ে কেবলি সে হাসে।

১৮.১০.১২

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে