ইস্কন সিলেটের কেন্দ্রীয় মন্দিরটি যুগলটিলা ইস্কন মন্দির হিসেবেও পরিচিত।মন্দিরটি সিলেট নগরীর কাজলশাহস্থ যুগলটিলায় অবস্থিত।এটি মূলত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে অবস্থি।সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি একটি প্রিয় স্থান।এখানে নিয়মিত রাধা-কৃষ্ণের পূজা অর্চনা করা হয়।প্রতি শুক্রবার ভক্তদের ঢল নামতে দেখা যায়।
মোবাঃ ০১৭১৪১০১৬৮৮