সার্ক সম্পর্কিত প্রশ্ন।।সার্ক।।

0
544

সার্ক সম্পর্কিত ২৩ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:-

১। SAARC-এর পূর্ণরূপ : SouthAsian AssociationforRegional Co-operation.
২। সার্ক আনুষ্ঠানিকভাবে গঠিত হয় : ৮ডিসেম্বর ১৯৮৫।
৩। সার্ক সচিবালয় অবস্থিত :কাঠমান্ডু,নেপাল।
৪। ২০০৪ সালে প্রথম সার্কপদক লাভ করেন: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
৫। সার্কের রূপকারছিলেন:
বাংলাদেশের শহীদ প্রেসিডেন্টজিয়াউর রহমান।
৬। সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন :বাংলাদেশের আবুল আহসান।৭। সার্কের বর্তমান মহাসচিবের নাম :আহমেদ সালিম (মালদ্বীপ)৮। সার্কভূক্ত দেশ :
৮টি। বাংলাদেশ,ভারত,পাকিস্তান,শ্রীলংকা,নেপাল,ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান।৯। সার্কের সর্বশেষ বা অষ্টম সদস্য দেশ:আফগানিস্তান (৩ এপ্রিল ২০০৭)।১০। সার্কের পর্যবেক্ষকে মর্যাদাদেয়া হয়েছে কোন কোন দেশ ওসংস্থাকে:চীন, জাপান,যুক্তরাষ্ট্র,দ.কোরিয়া, ইরান,মরিশাস, মিয়ানমার,অষ্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নকে।১১। সার্ক সদস্যদেশগুলোকে সহযোগিতাকরে>> ১৩টি ক্ষেত্রে এ পর্যন্ত ঢাকায়সার্ক শীর্ষ সম্মেলন হয় >> ৩বার (১৯৮৫,১৯৯৩, ২০০৫)
১২। কোন দেশ সার্কপোল গঠনের প্রস্তাবকরে : নেপাল (২০০৭ সালে)।১৩। সার্ক ব্যাংক গঠনের প্রস্তাবককে>ভারত
১৪। সার্ক বিশ্ব্ববিদ্যালয়কোথায়অবস্থিত?.>. দিল্লি, ভারত
১৫। সার্কআবহাওয়া গবেষণা কেন্দ্র>>ঢাকা ,বাংলাদেশ
১৬। সার্ক কৃষি তথ্যকেন্দ্র>>>>>>>>>ঢাকা,বাংলাদেশ
১৭। সার্ক তথ্য কেন্দ্র>>>>>>>>>>>>কাঠমান্ডু.নেপাল
১৮। সার্ক সাংস্কৃতিক কেন্দ্র>>>>>>>>কলম্বো,শ্রীলঙ্কা
১৯। সার্ক মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র>>.ইসলামাবাদ, পাকিস্তান
২০। সার্ক জ্বালানি কেন্দ্র>>>>>পাকিস্তান
২১। সার্ক ডকুমেন্টেশন সেন্টার >>>>>>নয়া দিল্লি, ভারত
২২। সার্ক বন কেন্দ্র>>>>>> থিম্পু,ভুটান
২৩। সার্ক যক্ষা কেন্দ্র>>>>> কাঠমান্ডুনেপাল…

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে