শিক্ষক-জীবন কৃষ্ণ সরকার

0
179
smart

শিক্ষক!
—জীবন কৃষ্ণ সরকার

সারা জনম পড়া লেখা করলে কতো তুমি
বিদেশ থেকে ডিগ্রী নিয়ে ফিরলে স্বদেশ ভূমি
শিক্ষকতার চাকরি নিলে মহৎ পেশা ভেবে
সারা জনম যাচ্ছে তোমার অভাবে অভাবে
এই কি ছিলো ভাগ্যের লিখন এই কি ছিলো ভালে
নাকি তোমার ইচ্ছার বসে শিক্ষক তুমি হলে
ভুল করেছো এই সমাজে শিক্ষক তুমি হয়ে
দিন মজুরের সম্মান বেশী দেখবে তুমি চেয়ে
কিন্তু মুখে কতো সম্মান দেখবে শিক্ষক সমাজ!
বেতন-ভাতার কথা বললেই বলবে তোমায় বেলাজ
বলবে তোমায় তুমি যে ভাই কেনো এতো লোভী,
মনে হবে তার ধন সম্পদ নিয়েছো তুমি সবি
আর যদি বলোনা কথা বেতন ভাতা নিয়ে
দেখবে তুমি তোমার মনিব হাসবে খিলখিলিয়ে
বলবে তোমায় মহৎ তুমি,অমূল্য তোমার বাণী
শিক্ষক! তুমি জ্ঞান সমুদ্র, আমরাতো অজ্ঞাণী।

তোমার ছাত্র শিখবে পড়া হবে ব্যারিস্টার
হবে দেশের কর্তা ব্যক্তি রুখবে সাধ্য কার?
এরাই হবে মন্ত্রী,সচিব সময়ের ডাল বেয়ে
শিক্ষক তুমি শিক্ষকই রবে দেখবে কেবল চেয়ে
তোমার ছাত্রই আসবে একদিন তোমার বিদ্যাপীঠে
তখন সে আর সেই ছাত্র নয় যারে ধমকায়িতে
পরিদর্শক হয়ে সেদিন উল্টো জিজ্ঞাসিবে
প্রতিষ্ঠাণ এমনি চালায় দেখবেন একটু ভেবে
দিনের পর দিন ঘটছে এমন দেখবো আরো কতো
এমনি মন্ত্রীর শিক্ষক লাঞ্চনা ঘটছে শতো শতো
অপমান আর লাঞ্চনাতে বেঁচে থেকেও যেনো মরা
শিক্ষক! তোমার দুঃখ কিসের ওরাও তো তোমারি গড়া!
তোমার ছেলেই মন্ত্রী-এমপি কতো গর্ব তোমার
কতো বড়ো স্যার হয়েছো ভেবে দেখেছো একবার!
আমরা তোমায় কি জ্ঞান দেবো মোরা কিছুই না জানি
শিক্ষক!তুমি জ্ঞান সমুদ্র, আমরাতো অজ্ঞাণী।

বলবে তোমায় মহাজ্ঞাণী, তুমিই জাতির বিবেক
তোমার থেকেই শিক্ষা নেবে গন্ড মূর্খ অনেক
শুনে হয়তো খুশিই হলে শান্তি লাগলো তোমার
মনে ভাববে তোমার মতো সুখি কেউ নাই আর
ভুল ভেবেছো ধৈর্য ধরে থাকো কিছু দিন
দেখবে হঠাৎ তারাই বলবে তোমায় জ্ঞাণহীন
তিল পরিমান তোমার কাজে ফাঁক পেলে ভাই তারা
তুচ্ছ বলে ধিক্কার দেবে প্রশংসা করেছিল যারা।
আবার বলবে আমরা জানি,আপনি জ্ঞাণী লোক
আপনি যদি ভুল করেন ভাই কেমনে দেখাই মুখ।
আমরা তো মুর্খ মানুষ বুঝিনা এসব কিছু
এজন্যই তো আমরা সবাই ঘুরি আপনার পিছু,
বলবে না কেউ শিক্ষক হলেও উনিও মানুষ বটে
কিঞ্চিৎ ভুলে এই সমাজে কেনো এতো কথা রটে?
বলবে আরো কেনো ভুল করবেন,আপনিতো মহাজ্ঞানী?
শিক্ষক! তুমি জ্ঞাণ সমুদ্র আমরাতো অজ্ঞাণী।
১৮/০১/১৭
দাতিয়াপাড়া।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে