শাহীনুর আলম সুজন হাওরসাহিত্য পাঠাগারের আজীবন সদস্য নির্বাচিত

0
141

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নের জয়পুর গ্রামের কৃতী সন্তান মোঃ শাহীনুর আলম সুজন কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠারে একটি স্টিলের বুকসেল্ফ প্রদান উক্ত পাঠাগারের আজীবন সদস্য নির্বাচিত হয়েছেন।গত ৩১ তারিখ, হাওরসাহিত্য পাঠাগারে৷ প্রতিষ্ঠাতা প্রধান হাওরকবি জীবন কৃষ্ণ সরকার স্বাক্ষর সহ আজীবন সদস্য সনদপত্র সম্বলিত এক ফেইসবুক পোষ্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন হাওরকবি নিজেই।

এসময় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে আজীবন সদস্য শাহীনুর আলম সুজনের সার্বিক মঙ্গল কামনা করেন।হাওরকবি জানান, পাঠাগারটির প্রতিষ্ঠার পর থেকে এলাকা ও এলাকার বাহিরের থেকে অনেকই,বই,সেল্ফ, চেয়ার দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন যা আমাদেরকে উৎসাহিত করছে।এরই ধারাবাহিকতায় শাহীনুর আলম সুজন একটি দৃষ্টি নন্দন স্টিলের বুক সেল্ফ প্রদান করায় আমরা আনন্দিত হয়েছি,আমাদের কাজের গতি আরো বাড়িয়েছে এজন্য তার প্রতি হাসুস পরিবারের অশেষ কৃতজ্ঞতা।আমাদের এখনো প্রায় হাজার খানেক বই সেল্ফের অভাবে অযত্নে পরে আছে।আরো কোন সুহৃদ ভাই বোন থাকলো সহযোগিতার আহ্বান জানাই,বুক সেল্ফ প্রদান করে যে কেউ আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ রাখবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে