ধামাইল গান।।ধামাইল সঙ্গীত।।Dhamail Gaan।।ধামালি গান

0
681

ধামাইল গান ধামাইল (ধামালী) মূলত নারীদের আচারকেন্দ্রিক নাচ-গান। সিলেট ও ময়মনসিংহ জেলায় হিন্দু মেয়েরা ব্রত, পালা-পার্বণ ধর্মীয় অনুষ্ঠানে এবং জন্ম, বিবাহ প্রভৃতি সামাজিক উৎসবে ঘটা করে ধামাইল নাচ-গান করে থাকে। বাড়ির খোলা আঙ্গিনায় বিশ-পঁচিশ জন নারী গোল হয়ে দাঁড়িয়ে এরূপ কৃত্যানুষ্ঠান প্রদর্শন করে। সুরের দিক থেকে ভাটিয়ালি ঠাটের অন্তর্গত হলেও এতে দীর্ঘ টান বা মীড়ের দোলা নেই। করতালি দ্বারা গানের তাল রক্ষা করা হয়, স্বতন্ত্র বাদ্যযন্ত্রের প্রয়োজন হয় না। নাচের পদক্ষেপে বিশিষ্টতা আছে- সামনে মাথা নিচু করে ও উপরে মাথা তুলে ঝুঁকে পর্যায়ক্রমে করতালি দেওয়া হয়। সিলেটের আঞ্চলিক ভাষায় করতালিকে ‘থাপরি’ বলে। করতালির সাথে সমতা রেখে সামনে ও পেছনে পদক্ষেপ বদল করে বৃত্তাকার ঘুর্ণনে নাচতে হয়।
তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া

নিচের শিরোনামে হাওরপিডিয়ায় সার্চ দিলো পুরো গানটি পাবেন।

১।বলগো বলগো সখী কোন বা দেশে যাই
২।আমি রবোনা রবোনা গৃহে বন্ধু বীনে প্রাণ
৩। দেইখে আইলাম তারে সইগো
৪। আমারে আসিবার কথা কইয়া মান করে রাই
৫। কাইন্দ না গো সোনার ভাবী
৬। এমন মায়ার কান্দন আর কাইন্দোনা
৭।বাইজো না গো শ্যামের বাঁশি জয় রাধে বলিয়া
৮।জলের ঘাটে দেইখে আইলাম
৯। কে তরে শিখাইল রাধার নামটিরে
১০।প্রাণ সখীরে ঐ শোন কদম্ব তলে
১১।শ্যাম কালিয়া সোনা বন্ধুরে
১২।মান ভাঙ রাই কমলিনী চাও গো নয়ন তুলিয়া
১৩।শ্যামল বরণ রুপে মন নিল হরিয়া
১৪।ভ্রমর কইয়ো গিয়া
১৫।আমার বন্ধু দয়াময়
১৬।কারে দেখাবো মনের দুঃখ বুক চিরিয়া
১৭।জলে গিয়েছিলাম সই
১৮।আসবে শ্যাম কালিয়া,কুঞ্জ সাজাও গিয়া
১৯।কলঙ্কিনী রাধা
২০।মনে নাই গো আমারে বন্ধুয়ার মনে নাই
২১।বংশী বাজায় কে রে সখী
২২।আমার গলার হার খুলে নে ল ওগো ললিতে
২৩।বিনোদিনী গো তোর বৃন্দাবন কারে দিয়ে যাবি
২৪।দেহ তরী দিলাম ছাড়িয়া ও গুরু
২৫।আজ নিশি কাটাইবো আমি রে সুবল রাধিকার বাসরে
২৬।প্রাণ সই, কারে কই শ্যাম বিহনে কেমনে গৃহে রই

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে