মনাই নদী
মোঃনূরুল আলম
২৮/০৩/২২ খ্রিঃ
মনাই নদীর বুকে এখন উঠছে সবুজ ঘাস
এই সময়ে থাকতো পানি ছিল মাছের বাস।
আজকাল আর যায় না কেহ- ঠেলতে, ঠেলা জালি
সেই সময়ে সবাই মিলে ভাংতো কাটা,ভাংতো কয়েক হালি।
নৌকার কাটায় মাছের গন্ধ আজো পড়ে মনে
সেই কথাটি ভাবছি শুধু,ভাবছি দমে দমে।
মনাই নদী তীরে বসে কাটত গরুর ঘাস
এখন সেথায় খাচ্ছে গরু মনের সুখে ঘাস।
গ্রামের মানুষ যায় না এখন করতে সেথায় স্নান
মাঝিমাল্লা করুণ সুরে গায়না এখন গান।
পিয়ারী মাঝি পারাপারে দক্ষ ছিল খুব
করুণ সুরে গাইত গান, শোনত অনেক দূর।
বাসাউড়ার পূর্ব দিকে উইজ্জা উঠতো জমে
পলো নিয়া যাইত সবাই, হলই রশি নিয়ে।
স্মৃতির পাতায় হাজার কথা পড়ছে আজি মনে
অকারণে তাইতো আজি ঘুরছি বনে বনে।