মুক্তিযুদ্ধে মধ্যনগর।।মুক্তিযুদ্ধে জহরলাল সরকারল

0
96

জহরলাল সরকার

মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় কলেজের সহকারী প্রধান শিক্ষক ছিলেন জহরলাল সরকার৷ একজন দক্ষ ও মেধাবী শিক্ষক ছিলেন৷ ইংরেজি বিষয় পড়াতেন৷
১৯৭১ সালে পরিবারের কাছে খবর ছিল তাঁর উপর আক্রমণ হতে পারে তাই আব্দুল ওয়াহাবের বড় ভাই শাহেদ আলী নামে এক প্রতিবেশী তাঁকে নৌকা করে গভীর রাতে বাড়ির পেছন দিকের নদী পার করে দেন৷ পরে তিনি সীমান্তে চলে যান এবং পরবর্তীতে শরনার্থী শিবিরে শরনার্থীদের নিবন্ধনের কাজ করেছেন৷ ডা.স্মৃতিভূষণ কর বলেন,’আমি ও জহরলাল দাদা লালমোহন রায়ের নির্দেশেই কাজ করি৷ জহরলাল দা রিফিউজিদের এন্ট্রি এবং কেউ মারা গেলেও সনদ লিখে দিতেন৷ ‘
গতবছর মধ্যনগর ইউনিয়নের অন্তর্গত কান্দাপাড়া গ্রামে গেলে তাঁর পরিবারবর্গ ও পাড়া প্রতিবেশী নানা তথ্য দিয়ে আমাকে সাহায্য করেন৷
১০ জানুয়ারি ২০১৯ সালে আমাদের ছেড়ে চলে গেলেন এই আদর্শের বাতিঘর ৷ বিনম্র শ্রদ্ধা রইল তাঁর প্রতি৷
ছবিঋণ: জ্যোতির্ময় সরকার তপু
তথ্যসূত্রঃ অসীম সরকার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে