মামুন সুলতান(কবি)।। Mamun Sultan

0
333

কবি মামুন সুলতান

মামুন সুলতান। পিতা সুলতান আহমদ। মাতা আফিয়া খাতুন। পাঁচ ভাইয়ের মধ্যে চতুর্থ। গ্রাম চান পুর, ডাক লক্ষীপুর, উপজেলা দোয়ারা বাজার, জেলা সুনামগঞ্জ। বর্তমানে সিলেটের ঘাসিটুলায় স্থায়ী বসবাস।
সার্টিফিকেট অনুযায়ী ২রা মার্চ ১৯৮০ সালে জন্মসাল হলেও মুলত জন্মসাল ১৯৭৮ সাল। ১৯৯৪ সালে এসএসসি ১৯৯৬ সালে এইচ এস সি এবং ১৯৯৯ সালে বাংলায় অনার্স এবং ২০০০ সালে এম এ পাশ করেন। বর্তমানে একটি কলেজে বাংলার,প্রভাষক হিসেবে কর্মরত।
স্কুল জীবন থেকেই লেখালেখি করলেও কলেজ জীবনে তার উন্মেষ ঘটে। প্রথম লেখা প্রকাশ পায় ১৯৯৫ সালে দৈনিক সিলেট বাণী পত্রিকায়। ছড়া দিয়ে লেখালেখি শুরু হলেও কবিতা লিখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। এছাড়া প্রবন্ধ ও সাহিত্য সমালোনায় তিনি সিদ্ধহস্ত। ইতোমধ্যে তাঁর ছয়টি গ্রন্থ প্রকাশিত হয়। প্রথম গ্রন্থ প্রকাশ হয় ২০১৫ সালে।
ছয়টি গ্রন্থের মধ্যে চারটি কবিতার বই একটি সাহিত্য সমালোচনা এবং অপরটি ছন্দ বিষয়ক গ্রন্থ।
প্রথম গ্রন্থ জলভাঙা স্বপ্নসিঁড়ি ২০১৫( কবিতা) চৈতন্য প্রকাশন
এরপর বাতাসের ঘুড়ি ২০১৬ (কবিতা) নাগরী প্রকাশন
বাংলা কবিতার ছন্দকলা ২০১৭( প্রবন্ধ) চৈতন্য
মেঘরাখালের বাঁশি ২০১৮ ( কবিতা) প্রাকৃত প্রকাশ
বৃত্তহীন বেদনার জাদুকর ২০১৯ (কবিতা) প্রাকৃত
গ্রন্থের গহীন গল্প ২০১৯ (সমালোচনা) ।
কবিতা লেখার পাশাপাশি কবি মামুন সুলতান একজন বাচিকশিল্পী হিসেবেও সর্বমহলে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
তাঁর দরাজ কণ্ঠের কবিতা পাঠ সাহিত্যিপ্রেমীদের হৃদয় স্পর্শ করে।

উল্লেখ যে করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে আসছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে চতুর্থ আলোর অন্বেষণ বইমেলা আয়োজন করতে পারবো বলে আমরা আশাবাদী।

আলোর অন্বেষণ সাহিত্য পদক ২০২২ এ কবিতায় সাহিত্যের জন্য মনোনীত হওয়ায় লেখককে আলোর অন্বেষণ পরিবারের পক্ষ থেকে উষ্ণ অভিবাদন।
আমরা তাঁর সর্বাঙ্গিন মঙ্গল ও সাহিত্য সমৃদ্ধি কামন করি।

সৌজন্যে
সাজন আহমদ সাজু
সভাপতি
আলোর অন্বেষণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে