মহাভারতের অনন্য বৈশিষ্ট্য কি ?
উঃ=> পৃথিবীর ইতিহাসে আর কোথাও দেখা যায় না যে,একটিমাত্র গ্রন্থে একটি জাতির সমগ্র জীবন- তার সাহিত্য,সংস্কৃতি,ধর্ম,দর্শন, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি- সমস্ত কিছু সহ স্বার্থকভাবে প্রতিফলিত ও চিত্রিত হয়েছে। একমাত্র মহাভারতেই সমগ্র ভারতবর্ষের সামগ্রিক পরিচয় প্রকাশিত হয়েছে। এই খানেই মহাভারতের অনন্যতা।