ভবে আসা যাওয়া যে যন্ত্রনা,জানলে ভবে আর আসতামনা
আমি যার লাগিয়া ভবে আইলাম,তাহারে যদি পাইলামনা,জানলে ভবে আর আসতামনা।।
মনরে,মাকালের ফল দেখতে ভালো,বাহির লাল তার ভিতর কালো আগে জানিনা
আমি না জানিয়া মাকাল খাইয়া বিষের জ্বালায় প্রাণ বাঁচেনা।।
মনরে,সে পারে মথুরার বাজার,পার হয়ইয়া যায় সব দোকান্দার,আমি পারলাম না।
আমি শেষ বাজারে গিয়া পরে, বেঁচা কিনার বাউ পাইলামনা।।
মনরে,মহাজনের পুঁজি লইয়া আইলাম ষোল আনা
ওরে আমি লাভে মূলে সব হারাইলাম চালান খাইয়া হইল দেনা।।
মনরে টাকা পঁয়সা সোনা গয়না,মরলে কারো সঙ্গে যায়না,দালান কোঠা সব রবে পড়িয়া,
ও মনরে পড়ে রবে ফুল বিছানা সঙ্গে যাবে ছিঁড়া তেনা।।
গীতিকারঃ রাধারমণ দত্ত
গানটি ইউটিউব থেকে সংগ্রহ করেছেন হাওরকবি জীবন কৃষ্ণ সরকার।
সম্পাদক,হাওরপিডিয়া।