ভক্ত কে? ভক্ত কত প্রকার ও কি কি?

0
2108

★ভক্ত কাকে বলে? ভক্ত কয় প্রকার ও কী কী?

★ভক্ত : ভক্তির দ্বারা যিনি ঈশ্বরোপাসনা করেন, বস্তুতঃ তাকেই ভক্ত বলা হয়।
শ্রীমদ্ভগবতগীতায় ভগবান শ্রীকৃষ্ণের মুখ হইতে নিঃসৃত বাণী অনুযায়ী ভক্ত চার প্রকার। যথা:-
আর্ত ভক্ত, অর্থাথী ভক্ত, জিজ্ঞাসু ভক্ত এবং জ্ঞানী ভক্ত।
★ আর্ত ভক্ত : যে বা যিনি বিপদে পরে ঈশ্বরকে স্মরণ করেন তাকে আর্ত ভক্ত বলে। যেমন দ্রৌপদী!
★ অর্থাথী ভক্ত : যিনি কোন ইচ্ছা বা প্রার্থনা পূরণের জন্য ভগবানকে স্মরণ করেন তাকে অর্থাথী ভক্ত বলে। যেমন অম্বা!
★ জিজ্ঞাসু ভক্ত : যিনি জ্ঞানের দ্বারা ভগবানকে জানতে বা বুঝতে পারেন তাকে জিজ্ঞাসু ভক্ত বলে। যেমন অর্জ্জুন!
★ জ্ঞানী ভক্ত : যিনি কোন কিছুর আশা না করে শুধু ভগবানকে ভক্তি বা তাঁরই ভজনা করেন তাকে জ্ঞানী ভক্ত বলে। যেমন প্রহ্লাদ!
তাই ভগবানের কাছে জ্ঞানী ভক্তই শ্রেষ্ঠ। হ্যাঁ দুঃখ কষ্টের সময় ভগবানকে ডাকলে সাড়া দেন ঠিকই। তবে তা স্বার্থের ভালবাসা হয়ে গেল। প্রকৃত ভক্ত সেই, যে বিপদে-আপদে, সুখে-দুঃখে প্রতিটি মুহূর্তে ভগবানের নাম স্মরণ করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে