বেকুব ফিরে এলে সৃষ্টিরা নির্বাসনে যায়

0
123

এই শহরে সৃষ্টিদের বাস
ওরা বৃষ্টিনিলয়ে সৃষ্টি নিয়ে খেলা করে।
মহাকাশ অন্তরীক্ষে ওদের বিচরণ!
ওরা অবিরাম ছুটে চলে গ্রহ থেকে গ্রহাণু,
ওরা মঙ্গলের বুকে খোঁজে বেড়ায় জৈব অণু!

এই শহরের তনুমন সৃষ্টিশীল। ধ্যানে, জ্ঞানে,
চিন্তন মননে সৃষ্টিবিলাস বিরাজমান ওদের।
হিমাদ্রী,নিলাদ্রীর মতো সুবিশাল চিত্ত ওদের,
বেকুবের মতো ক্ষীণ প্রবৃত্তি নেই কারো,

“বেকুব ফিরে এলে সৃষ্টিরা নির্বাসনে যায়”

বেকুবদের অনুর্বর মস্তিষ্ক,ওদের নিউরণে ইবলিশের বসবাস,ওদের অগ্র-পশ্চাদ করোটিতে সদা ইবলিশ বিচরণ করে,ধমনীতেও তাই।
ওরা সৃষ্টি নয় ধ্বংস নিয়ে খেলা করতে পছন্দ করে।
কাজেই সৃষ্টিদের নয় বেকুবদের নির্বাসন চায়
সৃষ্টিশীল কায়ামন।

ওহে সৃষ্টিশীল অভিনিবেশ, বারংবার স্বাগত তোমাদের এই শহরে।
এই শহর তোমাদেরই,সৃষ্টিবীরেরাই এখানের রক্ষধার
কুরুক্ষেত্রে এরাই অর্জুন,অভিমূন্য
তাই সৃষ্টিবিলাসি বোধেরা করো অঙ্গীকার
এই শহরে সৃষ্টিরোধী বেকুববদনদের আখিঁপাত কভু নাহি হয় যেনো আর।
২৮/০৫/২০২২
৫৫ লাউয়াই, দক্ষিণ সুরমা,সিলেট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে