বীরশ্রেষ্ঠদের থেকে প্রশ্ন

0
662

১) মুন্সি আব্দুর রউফ
জেলা: ফরিদপুর, উপজেলা: মধুখালী, গ্রাম: সালামতপুর।
জন্মঃ মে, ১৯৪৩
পদবিঃ ল্যান্স নায়েক
কর্মস্থলঃ ইপিআর
সেক্টরঃ ১ নং
শহীদ হনঃ ০৮/০৪/১৯৭১ তারিখে।

২) মোঃ মোস্তফা কামাল
জেলা: ভোলা,উপজেলা: দৌলতপুর, গ্রাম: মৌটুপী।
জন্মঃ ১৬/১২/১৯৪৭
পদবিঃ সিপাহী
কর্মস্থলঃ সেনাবাহিনী
সেক্টরঃ ২ নং
শহীদ হনঃ ১৪/০৪/১৯৭১ তারিখে।

৩) মতিউর রহমান
জেলা: নরসিংদী, উপজেলা: রায়পুরা, গ্রাম: রামনগর।
জন্মঃ ২৯/১১/১৯৪২
পদবিঃ ফ্লাইট লেফটেন্যান্ট
কর্মস্থলঃ বিমানবাহিনী
শহীদ হনঃ ২০/০৮/১৯৭১ তারিখে।

৪) নূর মোহাম্মদ শেখ
জেলা: নড়াইল, গ্রাম: মহিষখোলা।
জন্মঃ ২৬/০২/১৯৩৬
পদবিঃ ল্যান্স নায়েক
কর্মস্থলঃ ইপিআর
সেক্টরঃ ৮ নং
শহীদ হনঃ ০৫/০৯/১৯৭১ তারিখে।

৫) হামিদুর রহমান
জেলা: ঝিনাইদহ,উপজেলা: মহেশপুর, গ্রাম: খোর্দ্দ খালিশপুর
জন্মঃ ০২/০২/১৯৩৪
পদবিঃ সিপাহী
কর্মস্থলঃ সেনাবাহিনী
সেক্টরঃ ৪ নং
শহীদ হনঃ ১০/১২/১৯৭১ তারিখে।

৬) রুহুল আমীন
জেলা: নোয়াখালী,উপজেলা: সোনাইমুড়ি, গ্রাম: বাঘপাঁচড়া।
জন্মঃ ১৯৩৪
পদবিঃ স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার
কর্মস্থলঃ নৌবাহিনী
সেক্টরঃ ১০ নং
শহীদ হনঃ ১০/১২/১৯৭১ তারিখে।

৭) মহিউদ্দিন জাহাঙ্গীর
জেলা: বরিশাল, উপজেলা: বাবুগঞ্জ, গ্রাম: রহিমগঞ্জ।
জন্মঃ ১৯৪৮
পদবিঃ ক্যাপ্টেন
কর্মস্থলঃ সেনাবাহিনী
সেক্টরঃ ৭ নং
শহীদ হনঃ ১৪/১২/১৯৭১ তারিখে।

৭ জন বীরশ্রেষ্ঠ মনে রাখার কৌশল
…………………………………………………………
৭ জন বীরশ্রেষ্ঠ কে কোন সেক্টরে যুদ্ধ করেছেন-
ছন্দ>>> #আজ_#হাজারো_#মোম_এর _#নূর_জ্বলে ।
সেক্টর>>>১,৪,৭,১০,২,০,৮
(((বাংলাদেশের আয়তন এক লক্ষ ৪৭ হাজার………… এর সাথে মিল রেখে
উপরের সংখ্যাটিকে মনে রাখতে পারেন ১ কোটি ৪৭ লক্ষ ১০ হাজার ২০৮)))
আজ=আব্দুর রউফ (১)
হা=হামিদুর রহমান(৪),
জা=জাহাঙ্গীর(৭), রো=রুহুল আমিন(১০),
মো=মোস্তফা কামাল(২),
ম=মতিউর রহমান(০-কোন সেক্টরে যুদ্ধ করেননি),
নূ=নূর মোহাম্মদ(৮),
✿————✿————✿

প্রশ্ন : কোন বীরশ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার
করা সম্ভব হয়নি?
উত্তর : বীরশ্রেষ্ঠ রুহুল আমীনের।
প্রশ্ন : কোন বীরশ্রেষ্ঠের কোনো
খেতাবি কবর নেই?
উত্তর : বীরশ্রেষ্ঠ রুহুল আমীনের।
প্রশ্ন : কোন বীরশ্রেষ্ঠের কবর
পাকিস্তান থেকে দেশে এনে সমাহিত করা
হয়েছে?
উত্তর : বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের।
প্রশ্ন : বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর
কোথায় ছিল?
উত্তর : পাকিস্তানের করাচির মাশরুর বিমান
ঘাঁটিতে।
প্রশ্ন : কোন বীরশ্রেষ্ঠের কবর
বাংলাদেশে ছিল না?
উত্তর : বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের।
প্রশ্ন : বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর
কোথায় ছিল?
উত্তর : ভারতের আমবাসা এলাকায়।
প্রশ্ন : দু’জন খেতাবধারী মহিলা
মুক্তিযোদ্ধার
নাম কি?
উত্তর : ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন
বিবি।
প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত
ইতালির
নাগরিকের নাম কী?
উত্তর : মাদার মারিও ভেরেনজি।
প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক
খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি কে?
উত্তর : হোসাইল হেমার ওয়াডার,অষ্ট্রে
লিয়া।

প্রশ্ন : বাংলাদেশে সর্বকনিষ্ঠ
খেতাবধারী
মুক্তিযোদ্ধা কে?
উত্তর : শহীদুল ইসলাম লালু বীর প্রতীক।
প্রশ্ন : ভারত-বাংলাদেশ যৌথবাহিনী
গঠন করা হয় কবে?
উত্তর : ২১ নভেম্বর ১৯৭১।
প্রশ্ন : ভারত-বাংলাদেশ যৌথবাহিনী
কবে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু
করে?
উত্তর : ৬ ডিসেম্বর ১৯৭১।
প্রশ্ন : ভারত-বাংলাদেশ যৌথ কমান্ডের
সেনাধ্যক্ষ কে ছিলেন?
উত্তর : জেনারেল জগজিৎ সিং অরোরা।
প্রশ্ন : মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল
কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তর : রেসকোর্স ময়দানে।
প্রশ্ন : জেনারেল এ কে নিয়াজী কার
কাছে
আত্মসমর্পণ করে?
উত্তর : জেনারেল জগজিৎ সিং অরোরার।
প্রশ্ন : জেনারেল নিয়াজী আত্মসমর্পণের
সময় পাকিস্তানের সৈন্যবাহিনীর সংখ্যা
কত ছিল?
উত্তর : ৯৩ হাজার।
প্রশ্ন : কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে
অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ
করেন?
উত্তর : আবদুস সাত্তার।
প্রশ্ন : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের
চরমপত্র নামক কথিকা কে পাঠ করতেন?
উত্তর : এম আর আখতার মুকুল।
প্রশ্ন : বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম মৃত্যুবরণ
করেন কে?
উত্তর : মোস্তফা কামাল, ৮ এপ্রিল ১৯৭১।
প্রশ্ন : বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষে
মৃত্যুবরণ করেন কে?
উত্তর : মহিউদ্দিন জাহাঙ্গীর, ১৪ ডিসেম্বর
১৯৭১।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে