বাংলাদেশের নয়নমণি ভৈরবের কৃতি সন্তান
জন্মের মতো বিদায় নিলেন মোহাম্মদ জিল্লুর রহমান।
১৯৫২ সালে হলো ভাষার আন্দোলন
রফিক,শফিক,জব্বার, বরকত প্রাণ দিয়েছেন বিসর্জন
সেই সময়েও রাষ্ট্রপতির ছিল অনেক অবদান।।
১৯৬৯ সালে এলো দারুন ইলেকশান
গণতন্ত্রের ডাক দিয়েছেন শেখ মুজিবুর রহমান
সেই সময়েও অবদান ছিল, আছে তার অনেক প্রমাণ।।
পাকিস্তানের শাসক ছিলেন ইয়াহিয়া টিক্কা খান
অন্যায় ভাবে বাংলাদেশে চালাইলো অভিযান
তখনো প্রতিবাদ করলেন রাখতে বাংলার মান-সম্মান।।
অধীন সুধীরে বলে শোনেন আমার বন্ধুগণ
দেশকে বিজয় করতে হলে ভালো সংগঠনের প্রয়োজন
সর্বক্ষেত্রে রাষ্ট্রপতি ছিলেন তিনি আগুয়ান।।