বল গো বল গো সখি
কোন বা দেশে যাই কোন বা দেশে যাই
আমি কোন বা দেশে গেলে
আমার প্রাণবন্ধুরে পাই।।
আপন জানি প্রাণবন্ধুরে
হৃদে দিলাম ঠাঁই(২)
আমার ছিল আশা দিল দাগা
আর প্রেমে কাজ নাই।।
বিচিত্র পালংকের মাঝে
শুইয়া নিদ্রায় যাই(২)
আমি শুইলে স্বপনে দেখি
শ্যাম লইয়া বেড়াই।।
ভাইবে রাঁধা রমন বলে
শুনগো ধনী রাই(২)
আমি শ্যাম পাইলে ধরবো গলে
ছাড়াছাড়ি নাই।।
–রাধারমণ দত্ত