বংশীকুন্ডা নামকরণ।।বংশীকুন্ডা নামকরণের ইতিহাস

0
322

বংশীকুন্ডা নামকরণ।।বংশীকুন্ডা নামকরণের ইতিহাস

বংশীকুন্ডা সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার একটি ইউনিয়ন।জানা যায় অত্র এলাকায় বংশীবদন চৌধুরী নামে এক হিন্দু জমিদার ছিলেন।তার একটি বড় কুন্ড অর্থাৎ জলাধার বা দিঘী ছিল।তৎকালীন সময়ে ঐ দিঘীটি অত্র অঞ্চলের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল।অনেক দুরদুরান্ত থেকে লেকেরা সেখানে যেত স্নান বা গোসল করতে।কেউ যেত দিঘীটির সানে বান্দা ঘাট দেখতে,ঝিলমিল জল দেখতে।কালক্রমে বংশীবদন থেকে “বংশী” এবং দিঘীর সংস্কৃত রুপ “কুন্ড” থেকে “কুন্ডা” তে পরিবর্তন করে বংশী+কুন্ডা=বংশীকুন্ডা নামটির উৎপত্তি হয়ছে বলে বিভিন্ন গবেষকরা মত দিয়েছেন।

অন্য একটি মতে কুণ্ডা অর্থাৎ দরজার “কড়া” বা সিন্দুক থেকে বংশীকুন্ডা শব্দের উৎপত্তি হয়েছে বলে জনশ্রুতি রয়েছে।তবে অধ্যবধি বংশীবদন চৌধুরীর এমন কোন সিন্দুক বা দরজার কড়া থাকার কোন প্রমাণ দেখাতে পারেনি।অপরদিকে বংশীবদন চৌধুরীর সানে বান্দা দিঘীটির ধ্বংসাবশেষের কিছু অংশ এখনো বিদ্যমান থাকায় “কুন্ড” বা জলাধার অর্থাৎ দিঘী থেকেই বংশীকুন্ডা শব্দটির উৎপত্তি হয় বলে সকল অনুসন্ধানী গবেষকরা মত দিয়েছেন। তাই বলা যায় বংশীবদনের কুন্ড থেকেই বংশীকুন্ডা নামটির উৎপত্তি হয়েছে একথা নির্দ্বিধায় প্রতীয়মান।

তথ্যঃ কুণ্ড নয় কুন্ডই সঠিক,হাওরকবি জীবন কৃষ্ণ সরকারের কলাম।

বিস্তারিত জানতে সার্চ করুনঃ কুণ্ড নয় কুন্ডই সঠিক,বংশীকুন্ডা বানান বিষয়ক একটি মৌলিক পর্যালোচনা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে