প্রনয়কে নিয়ে হাওরকবির কবিতা

0
192

প্রনয় তুমি চিরকালের,চিরদিনের

একটা সন্ধ্যা এতো বিমর্ষ হতে পারে,
একটা রাত্রি কতটুকু নিদ্রাহীন হতে পারে তা জীবনে কখনো বুঝতে পারিনি যেটুকু বুঝতে পেরেছি প্রনয় তোমার অকাল প্রয়াণে,
প্রনয় তুমি যে চিরকালের,চিরদিনের ভাই,
তোমায় ভুলবো কি করে ?

তুমিহীনা এই পৃথিবীটাতে আমি যে আজ বড্ড একা
চারদিকে শুধু ধূধূ মরুভূমি, যে দিকে তাকাই যেনো অসহায়ত্বের ছায়া,কোথায় যাবো,কার কাছে যাবো অশান্ত মনের শান্তবানী আনতে?
তুমিহীনা এ পৃথিবীটা আমাদের কাছে যেনো অন্তঃসার শূন্য এক কাষ্ঠ।

সময় যে বড়ই নিষ্ঠুর কভু নাহি শুনে কাহারো কথা,সময়ের কাছে পরাজিত মোরা সবে।
কাল গহীনের অতলে পড়ে সবাইকে ছেড়ে যেতে
হবে একদিন পৃথিবীর আল ছেড়ে।
তাই স্রষ্টাকে ডাকি বারে বারে
ওপারে ভালো থেকো ভাই,
এই প্রার্থনা করি স্রষ্টারই দরবারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে