পলাশ ঢাকা কোকিল ডাকা

0
187

পলাশ ঢাকা কোকিল ডাকা
আমার এ দেশ ভাই রে
ধানের মাঠে ঢেউ খেলানো
এমন কোথাও নাই রে।।

ছল ছল ছলিয়ে নিরবোধী
রূপালী হার বইছে নদী।

দখিন হাওয়ায় দোল জাগানো।
পরশ বুকে পাই রে।।

ঝর ঝর ঝরিয়ে বাশের পাতা
চোখে স্বপন আনে
অনেক কথার রূপকথা যে
নীরব মায়ায় টানে

গুন গুন গুনিয়ে বাতাস এসে
কলমি ফুলের গন্ধে মেশে

ফসল ভরা মাঠের ডাকে।
মন হারিয়ে যায় রে।।

রচয়িতাঃ আজিজুর রহমান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে