চলক কাকে বলে?
যেসব রাশির মান গাণিতিক প্রক্রিয়ায় ভিন্ন ভিন্ন হয় অর্থাৎ যেসব রাশির মান পরিবর্তনশীল, সেসব রাশিকে চলক বলে। উদাহরন- X,Y,Z
গড় কাকে বলে?
একই জাতীয় একাধিক রাশির সমষ্টিকে রাশিগুলোর মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায়, তাকে ঐ রাশিগুলোর গড় বলে।
উদাহরন- ২,৩,৪,৭ এদের গড়=(২+৩+৪+৭)/৪=১৬/৪=৪