দালান দেইখা দিছ বিয়া খা গা মা তুই দালান ধূঁইয়া
আহারে সোনার দালান ঘুম আসেনা
যা গা মা তুই জামাই বাড়ি আমি যামুনা।।
যে সম উঠে মনের জ্বালা চাইপা ধরি কলসীর গলা
আহারে পিতলের কলসী কথা বলেনা।।
একলা ঘরে শইয়া থাকি,দুই ধারে দুই বালিশ রাখি
আহারে তুলার বালিশ নড় চড়ে না।।