থাকতে যদি না পাই তোমায় চাইনা মরিলে, আমায় কাঁদালে
ভালোবাসিরে বন্ধু,আমায় কাঁদালে।।
ভালোবাসা করে যেই জন,কাঁদিতে হয় অতিগোপন
শুষ্ক বৃক্ষের কষ্ট যেমন পাতা নাই ডালে।।
ভালোবাসার এমনি রীতি,কাঁদিতে হয় দিবানিশি
তবু আমি মালা গাথি পড়েছি গলে।।
থাকতে যদি না পাই তোমায় চাইনা মরিলে, আমায় কাঁদালে
ভালোবাসিরে বন্ধু,আমায় কাঁদালে।।
ভালোবাসা করে যেই জন,কাঁদিতে হয় অতিগোপন
শুষ্ক বৃক্ষের কষ্ট যেমন পাতা নাই ডালে।।
ভালোবাসার এমনি রীতি,কাঁদিতে হয় দিবানিশি
তবু আমি মালা গাথি পড়েছি গলে।।