তুমি বান্ধব দেখিয়া করিও পিরিতিরে যদি মনে লয়

0
136

তুমি বান্ধব দেখিয়া করিও পিরিতিরে
মইলে যেন সঙ্গের সাথি হয়।।
তুমি সুজো জানিয়া,
করিও পিরিতিরে,যদি মনে লয়।।

পিরিতি কি মুখের কথা,
যে করে সে জানে ব্যথা,
জ্বালা কারে কয়।।
একবার মনেতে মন মিসে গেলে,
সেই পিরিতি অমর হয়।

রাজার মেয়ে পিরিত করে,
চলে যায় রাখালের ঘরে,
কথা মিথ্যা নয়।।
এক মরনে দুইজন মরলে
সেই মরনে কিসের ভয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে