আলোকিত মুখ
– মোঃ আব্দুল বাতেন সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামের কৃতি সন্তান।
২ সেপ্টেম্বর ২০২০ স্বরাষ্ট্র মনন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আবদুল বাতেনকে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তাঁর পিতা লায়েছ ভূঁইয়া ও মাতা ফুলের নেছা, স্ত্রী নূরজাহান আক্তার হীরা। তিনি দুই সন্তানের জনক। কন্যা- সাম্মাম রাইয়ান আরিয়ান, পুত্র- রাফসান জানি আরাশ।
জনাব আব্দুল বাতেন এর কর্মজীন শুরু হয় বিসিএস শিক্ষার মধ্য দিয়ে। পরবর্তীতে বিসিএস প্রশাসনে এএসপি হিসেবে যোগদান করেন। ধাপে ধাপে প্রমোশন লাভ করেন। তাঁর সম্পর্কে জাতীয় পত্রিকা দৈনিক যুগান্তরে বিস্তারিত প্রবন্ধ বের হয়। এছাড়াও সাপ্তাহিক অপরাধ বিচিত্রাতেও উক্ত নিবন্ধটি বের হয়।
তিনি সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছেন।গ্রামের মানুষকে ভুলে যাননি। বিভিন্ন সময় মানুষদের সহযোগিতা করছেন
তিনি যতেষ্ট এলাকা মুখি একজন মানব হিতৈষী মানুষ।
অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরী করে উপকার করছেন সমাজে।
বিভিন্ন গ্রামে গ্রামে মসজিদ নির্মাণ। লায়েছ ভুইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। লায়েছ ভুইয়া উচ্চ বিদ্যালয়। লায়েছ ভুইয়া এতিম খানা। দারুল উলুম আরাবিয়া ফুলের নেছা মাদ্রাসা। মসজিদের নামে মার্কেট। মা ও শিশু কল্যাণ হাসপাতাল । সমৃদ্ধিময় গুচ্চগ্রাম। টিউবওয়েল ও স্যানিটেশন ব্যবস্থা।
দুর্যোগপূর্ণ এলাকায় ত্রাণ বিতরন। লায়েছ ভুইয়া ফাউন্ডেশন। এছাড়া কাতার ভিত্তিক চ্যারিটেবল ফান্ড এর মাধ্যমে মসজিদ নির্মাণ সহ আরো অনেক কাজ করে যাচ্ছেন নিবেদিত ভাবে।
লিখেছেন- শফিকুল ইসলাম সোহাগ
সম্পাদক
আলোকিত বংশীকুন্ডা