। জাতীয়করণ
মোদের নেত্রী শেখ হাসিনা,তাই চাই জাতীয়করণ।
বেসরকারি শিক্ষক আমরা করতেছি স্মরণ
মোদের নেত্রী শেখ হাসিনা তাই চাই জাতীয়করণ।।
বাড়ি ভাড়া প্রায় নেইকো মোদের
ভাড়ায় থাকা বড়ই কষ্টের গো।
বাসা ভাড়ায় চলে যায় যে অর্ধেক ও বেতন,
মোদের নেত্রী শেখ হাসিনা তাই চাই জাতীয়করণ।
মেডিকেল ভাতা পাঁচশ টাকা
ডাক্তারের ফিস হাজার টাকা গো
ওষুধ কিনবো দূরের কথা,ফিসেই পাঁচশো লোন
মোদের নেত্রী শেখ হাসিনা তাই চাই জাতীয়করণ।।
কল্যাণ ট্রাস্ট আর অবসর বোর্ডে
ভাবে মোদের সতীনের ছেলে
অবসর ভাতা পাইতে পাইতে,হইয়া যায় মরণ
মোদের নেত্রী শেখ হাসিনা তাই চাই জাতীয়করণ।
বঙ্গ কন্যা শেখ হাসিনা
যার সাথে কেউর নাই তুলনা গো
জাতীকরণ করেই শিক্ষার করবেন উন্নয়ন
মোদের নেত্রী শেখ হাসিনা তাই চাই জাতীয়করণ।।
একটি দেশের প্রধান উন্নয়ন,
নিঃ সন্দেহে শিক্ষক,শিক্ষাঙ্গন,
তাই জাতীয়করণ হবেই জীবন কৃষ্ণের আকিঞ্চন
মোদের নেত্রী শেখ হাসিনা তাই চাই জাতীয়করণ।