জন্মাষ্টমী কি?।। জন্মাষ্টমী কেন পালন করা হয়?।। জন্মাষ্টমী পালনের ৫ টি ফল।।

0
359

জন্মাষ্টমী কি? জন্মাষ্টমী কেন পালন করা হয়?জন্মাষ্টমী পালনে ৫ টি ফল

ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিকে বলা হয় জন্মাষ্টমী।

কেন পালন করা হয়

দ্বাপরযুগে অত্যাচারী রাজা, অসুর প্রভৃতির সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে এবং কুরুক্ষেত্রের যুদ্ধের চরম পরিনতি দান করার উদ্দেশ্যে ধরাধামে অবতীর্ণ হন ভগবান বিষ্ণুর পুর্ণাবতার ভগবান শ্রীকৃষ্ণ। দেবকীর গর্ভে জন্ম নিয়ে তিনি পালিত হয়েছিলেন নিজ পিতা বসুদেবের ভ্রাতা নন্দের আলয়ে। পালিতা মাতা হিসেবে পেয়েছিলেন মা যশোদাকে। অসংখ্য অত্যাচারী রাজা ও অসুর বধ করে এবং কুরুক্ষেত্রের যুদ্ধের পরিনতি দান করে তিনি পুনরায় শান্তি স্থাপন করেছিলেন সমগ্র আর্যাবর্তে। ১২৫ বছরের লীলা জীবনে তিনি আমাদেরকে দান করেছেন শ্রীমদ ভগবদ গীতার মত বিরল জ্ঞান, মার্গদর্শন করেছিলেন, ধর্মভীরু পঞ্চপান্ডবদের এবং পৃথিবীকে পরিত্রাণ দান করেছিলেন বহু অত্যাচারীর হাত থেকে। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথী তথা জন্মদিনটিকেই জন্মাষ্টমী হিসেবে প্রতি বছর সনাতন ধর্মাবলম্বীরা পালন করে থাকে।দিনব্যাপী উপবাস থেকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

প্রচলিত সনাতনী বিশ্বাসমতে জন্মাষ্টমী ব্রত পালনের ফলে মেলে ৫টি বিশেষ ফল তথাঃ

১. সুস্থ পুত্রসন্তানের জন্ম হয়
২. সর্ব শত্রু বিনাশ হয়
৩. সকল বাধা বিঘ্ন দূরীভূত হয়,
৪. ঐশ্বর্য প্রাপ্তি হয় এবং
৫. ঈশ্বর তাঁকে সর্বদা রক্ষা করেন
তথ্যসূত্রঃ সনাতন এক্সপ্রেস ডটকম

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে