গণিত আমার ভালোবাসা

0
191

গণিত আমার ভালোবাসা
——জীবন কৃষ্ণ সরকার
(উৎসর্গঃ প্রিয় ফরিদুল হক স্যার)
(মাত্রা বিন্যাস – ৮+৬+৮+৬)

গণিত আমার প্রিয় বিষয়
ছাত্র জীবন হতে
যবে থেকে জ্ঞান ফুটলো
গণিত নিলোম হাতে।

বাবা তখন বেজায় খুশি
ছেলের ইচ্ছা দেখে
বলতো বাবায় মহৎ যারা
তারাই গণিত শেখে।

পড়ায় বসলে সকল বিষয়
পড়তে হয় বই খোলে
কিন্তু আমার মনটা কেবল
গণিত পড়তে বলে।

এ জন্যই তো সবি পড়লেও
গণিত পড়তোম বেশি
তৎ কারণেই পরীক্ষাতে
প্রায়ই পেতোম আশি।

খাতার ফলে মা-বাবা স্যার
খুশি রাশি রাশি
সেদিন হতেই আজো আমি
গণিত ভালোবাসি।

গণিত নিয়ে খেলতে আমার
মনে বড়ো আশা
ধরায় মাঝে গণিত আমার
প্রিয় ভালোবাসা।

২৯/১০/২০২১
৫৫,লাউয়াই,দক্ষিণ সুরমা,সিলেট
স্বরবৃত্ত ছন্দে ছড়াটির ব্যাকরণিক বিশ্লেষণ

গ+ণিত+আ+মার+প্রি+য়+বি+ষয়=৮
ছাত+র+জী+বন+হ+তে=৬
য+বে+থে+কে+গি+আন+ ফুট+লো = ৮
গ+ণিত+নি+লোম+হা+তে।=৬

বা+বা+ত+খন+বে+জায়+খু+শি =৮
ছে+লের+ইচ+ছা+ দে+খে=৬
বল+তো+বা+বায়+ম+হৎ+যা+রা= ৮
তা+রাই+গ+ণিত+শে+খে।=৬

প+ড়ায়+বস+লে+স+কল+বি+ষয়=৮
পড়+তে+হয়+বই+খো+লে=৬
কিন+তু+আ+মার+মন+টা+কে+বল=৮
গ+ণিত+পড়+তে+ব+লে।=৬

এ+জন+অই+তো+স+বি+পড়+লেও=৮
গ+ণিত+পড়+তোম+বে+শি=৬
তৎ+কা+র+ণেই+প+রী+ক্ষা+তে=৮
প্রা+য়ই+পে+তোম+আ+শি।=৬

খা+তার+ফ+লে+মা+বা+বা+স্যার=৮
খু+শি+রা+শি+রা+শি=৬
সে+দিন+হ+তেই+আ+জো+আ+মি =৮
গ+ণিত+ভা+লো+বা+সি।=৬

গ+ণিত+নি+য়ে+খেল+তে+আ+মার=৮
ম+নে+ব+ড়ো+আ+শা=৬
ধ+রায়+মা+ঝে+গ+নিত+আ+মার =৮
প্রি+য়+ভা+লো+বা+সা।=৬

২৯/১০/২০২১
৫৫,লাউয়াই,দক্ষিণ সুরমা, সিলেট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে