গণিতে ভীতি নয়

0
203

গণিতে ভীতি নয়
—–জীবন কৃষ্ণ সরকার

(উৎসর্গঃ প্রিয় ফরিদুল হক স্যারকে)
(মাত্রাঃ৮+৬+৮+৬,স্বরবৃত্ত)

গণিত বড়ো মজার বিষয়
বুঝতে পারলে তবে
বুঝতে হলে গণিত বিষয়
ক্লাস মনযোগ লাগবে।

শুনতে হবে স্যারের কথা
কোলাহল নয় কভু
স্যারের কথা নিজো খাতায়
লিখতে হবে তবু।

উপকরণ ব্যবহারটি
দেখবে মনযোগে
তাহলেই তো পাঠ রহস্য
বুঝবে সবার আগে।

বাসায় গিয়েও মনযোগী
হতে হবে পাঠে
বাসায় পড়া না শিখিলে
সবই যাবে লাটে।

এসব বিষয় মানলে বুঝবে
গণিতে ভীতি নয়
গণিত একটি প্রিয় বিষয়
ভালোবাসার বিষয়।

১০/১২/২০২১,সরকারি টিটি কলেজ,সিলেট।
(প্রিয় ফরিদুল হক স্যারের রিকোয়েস্টে বিএড ১ম সেমিস্টার চূড়ান্ত মূল্যায়নকালে তৎক্ষনাৎ লেখা)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে