কি সুন্দর এক গানের পাখি
মন নিয়ে সে খেলা করে।।
দেখতে ভালো, গায় সে ভালো
আরো ভালো লুকাইত তার অন্তরে।।
পাখি টার চোখে আছে যাদু
পাখি টার মুখে আছে মধু,
যখন তখন যারে পুইরা মারে,
যখন তখন জারে পুইরা মারে।।
পাখিটারে দিতে হয় গানের বায়না
এ ছাড়া সে কারো বাড়ী যেতেই চায় না,
টাকা পয়সা দিলে পাখি কত কি করে,
টাকা পয়সা দিলে পাখি কত কি করে।।
পাখি টারে দিতে গিয়ে প্রেমের মালা
বিনিময়ে পেয়েছি কতই জ্বালা,
তবু সালাম পাখির লাইগা চিন্তা করে,
তবু সালাম পাখির লাইগা চিন্তা করে।।
সুর ও গীতিকারঁ বাউল আব্দুস সালাম