কামাল পাশা-বাউল

1
552

♦ভাটির আরেক রত্ন কামাল পাশা♦
– ফারহান নাগরিক

আজ আমি এমন একজন ব্যাক্তির কথা বলব, নতুন প্রজন্ম হয়ত উনাকে নিয়ে খুবই কম জানে তিনি হলেন আমাদের দিরাই এর সন্তান, নিভৃতচারী গীতিকার ও সুরকার বাউল কামাল উদ্দিন যাকে কামাল পাশা নামেই আদি বাউলরা চিনতো।বাউল কামাল উদ্দিন বাউল শাহ আব্দুল করিমের অগ্রজ বাউল। মালজোড়া গানে তার দক্ষতা ছিলো অসাধারন ।তিনি একমাত্র বাউল যিনি তৎকালীন সময়ের জাগতিক শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত ছিলেন। তাঁর অসংখ্যা গান তার মৃত্যুর পর হারিয়ে যায় এবং অন্য গীতিকারের নামে গীত হয় ।
প্রেমের মরা জলে ডুবে না,আষাঢ় মাসের ভাসা পানিরে
,প্রাণ কান্দে মন কান্দেরে , তোমার দিল কি দয়া হয় না ইত্যাদি তার রচিত গান।
তবে তোমার দিলকি দয়া হয়না গানটিকে জনপ্রিয় করেছেন বিশ্বনন্দিত পবন দাস বাউল।তার গীত গানটির বণীতা তুলে দিলাম।হয়তো পবন দাস বাউল নিজেও জানেন না এই গানের আসল গীতিকার মরমী বাউল কামাল উদ্দিন পাশা।
দিরাই উপজেলার এর কয়েকজন সংগ্রাহক জনাব আল হেলাল, জনাব ফারুকুর রহমান চৌধুরী, জনাব মুজিবুর রহমান বাউল কামাল উদ্দিনের গানগুলো সংগ্রহ করে বই প্রকাশ করেছেন।

নিচে তার বিখ্যাত একটি গান দেয়া হলো।

দীন দুনিয়ার মালিক খোদা,
দিল কি দয়া হয় না,
তোমার দিল কি দয়া হয় না
কাটার আঘাত দাও গো যারে তার,
ফুলের আঘাত সয় না,
তোমার দিল কি দয়া হয় ।।

সব দিয়ে যার সব কেরে নেও,
তারতো প্রানে সয় না,
তোমার দিল কি দয়া হয় না।
দীন দুনিয়ার মালিক খোদা,
তোমার দিল কি দয়া হয় না।।

সেই দুঃখেতে বন্ধুকে মোর,
কবরে শোয়াইরে,
দম যেন মোর যায়, আহ দম যেন মোর যায়।
দীন দুনিয়ার মালিক খোদা
দিল কি দয়া হয় না।
তোমার দিল কি দয়া হয় না।।

যে পথেতে কাটায় ঘেরা,
কোন বা পথে চলবে,আহ কোনবা পথে চলবে
যে মুখে তার ব্যাথায় ভরা
কোনবা মুখে বলবে, আহ কোনবা মুখে বলবে।
দীন দুনিয়ার মালিক খোদা
দিল কি দয়া হয় না;
তোমার দিল কি দয়া হয় না।।

1 মন্তব্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে