কাউন্টার উক্তি

0
285

১। সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়ে খায়,
আর সাপ মরে গেলে পিঁপড়ে সাপকে খায়।সবসময় সবার সুদিন থাকেনা।সময় একসময় বদলায়।
– প্রেসিডেন্ট এপিজে আবুল কালাম আজাদ

২। অন্যায়ের কাছে নাহি নত হবে শির
ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর।- সংগৃহিত

৩। সকালে যে পত্রিকার কাগজ ১০ টাকা,বিকালে তা কেজি ১০ টাকা,শুধু সময়ের ব্যবদান মাত্র।অতএব সর্বাবস্থায় অহংকার ত্যাগ করো।

৪। জ্ঞানী হবে অপমান-
গুণী হবে দোষী,
সত্য যাবে নির্বাসনে-
মিথ্যা হবে বেশি।
লজ্জা উড়বে আকাশেতে-
শরম খাবে ধান,
জাতে উঠবে অজাতেরা-
থাকবেনা আর মান।
জ্ঞানীরা চুপসে যাবে-
জ্ঞানহীনদের কাছে,
কথাগুলা বিদ্বানেরা
সত্যি বলে গেছে।

৫। অসময়ে মেহমান
ঘরে এসে বসে যান
বুঝালাম ঝামেলার
যে কটা দিক আছে
হেসে কহেন মেহমান
ঠিক আছে ঠিক আছে।

মেঘ দেখে মেহমান
চাহিলেন ছাতা খান
বুঝালাম ছাতাটার
শুধু কটা শিক আছে
হেসে কহেন মেহমান
ঠিক আছে ঠিক আছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে