এমন মায়ার কান্দন আর কাইন্দোনা

0
469

এমন মায়ার কান্দন আর কাইন্দোনা রাই বিনোদিনী
———— রাধারমণ দত্ত

এমন মায়ার কান্দন আর কাইন্দোনা রাই বিনোদিনী, রাই বিনোদিনী।।
এগো কান্দিলে না আর আসিবে শ্যামচাঁন গুণমণি, শ্যামচাঁন গুণমণি।।

তুমি না ছিলায় গো রাধে আয়ানের ঘরণী, আয়ানের ঘরণী(২)
কেনো ভাগিনার প্রেমে মন মজাইয়া হইলা কলঙ্কিনী, রাই বিনোদিনী।।

ও তুমি কার লাগিয়া কাইন্দা কাইন্দা কাটাইলা রজনী,কাটাইলা রজনী।।(২)
এগো গেলে কালা আর আসে না, সেই কথা জাননি,রাই বিনোদিনী।।

ভাইবে রাধারমণ বলে শোন গো বিনোদিনী, শোন গো বিনোদিনী
এগো কালার প্রেমে আছে বাঁধা ষোলশো রমনী, রাই বিনোদিনী।।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে