কবি ইকবাল কাগজীর ঘনিষ্ঠজন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায় বলেন, কবি ইকবাল কাগজী বৃহত্তর সিলেটের বিশিষ্ট কবিই নন। তিনি একাধারে প্রাবন্ধিক, গবেষক ও সাংবাদিক, বুদ্ধিজীবী হিসেবে সুপরিচিত। তার আর্থিক সচ্ছলতা কখনোই ছিল না। সততা আর সাহসই তার সম্বল।তিনি স্থানীয় ও জাতীয়সহ সাহিত্য কাগজগুলোতে নিয়মিত কবিতা ও নিবন্ধ লিখছেন। নানা বিষয়ে তার গবেষণামূলক লেখা রয়েছে। সম্প্রতি তিনি প্রগতি লেখক সংঘ সম্মাননা পেয়েছেন।উল্যেখ্য তিনি সিলেটের সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।
বিঃদ্রঃ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নিবন্ধটি সম্পূর্ণ করা হবে।