আয়রে সোনা আয়রে মনা চুপটি করে শোন

0
1070

আয়রে সোনা আয়রে মনা চুপটি করে শোন
একাত্তরে বাংলাদেশে লাগলো কি আগুন।।

২৬-শে মার্চ ঢাকার বুকে গর্জিল কামান
শত শত দামাল ছেলের উড়ে গেলো প্রাণ
প্রাণ দিলো ভাই,মান দিলো বোন,রক্তেরি ফাগুন।।

স্বাধীনতার জন্য মোদের যায় যদি প্রাণ যাবে
স্বাধীনতার হীনতায় বেঁচে কি-ই বা হবে?
সাত কোটি প্রাণ মুক্তি সেনা করিলো গঠণ।।

পণ করিল শ্বাশত সেনা রুখিবে বাঙালি
জ্ঞাণী,গুণীর বুকে তারা চালাক যত গুলি
অস্ত্র দিয়ে যুদ্ধ করে রাখবো দেশের মান।।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে