আমি ভালোবাসি এই বাংলাকে

0
184

আমি ভালোবাসি এই বাংলাকে
মেটো দুলোর চিঠি আমার চোখে স্বপ্ন আঁকে,
আমার মতো এ বাংলাকে বলো ভালোবাসে কে?

ওহো
বন্ধু আমি ভোরের পাখি হাওয়ায় থাকি মেতে,
গুনাই দেবে পালা গানে, যাদুয়ানে যত চাঁদনী রাতে ।
তখন আমি আর কিছুতে পারিনা মন ভোলাতে
দুঃখ সুখের দুই প্রহরে পদ্মা মেঘনা নদী
নদীর সাথে ধানের ক্ষেতে, দোলে হৃদয় যখন কাস্তে হাতে
তখন সুখের সূর্য ঝরে
লাল সবুজের রং মেলাতে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে