আমায় যদি প্রশ্ন করে

0
110

আমায় যদি প্রশ্ন করে
আলো-নদীর এক দেশ
বলবো আমি বাংলাদেশ।

আমায় যদি প্রশ্ন করে
কল-কাকলীর দেশ
বলবো আমি বাংলাদেশ।

এক সূর্যের হাজার আলোর কণা
ছড়িয়ে এই মাটি করলো অরূপ সোনা।

আমায় যদি প্রশ্ন করে
মায়াবতীর কোন দেশ
বলবো আমি বাংলাদেশ।।

নব দিগন্তের নতুন চলার চিঠি
মেলেছে এ জীবন সম্ভবনার দীতি।

আমায় যদি প্রশ্ন করে
কাব্য-গীতির কোন দেশ
বলবো আমি বাংলাদেশ।।

আমায় যদি প্রশ্ন করে
কল-কাকলীর দেশ
বলবো আমি বাংলাদেশ।

রচয়িতাঃ গাজী মাজহারুল আনোয়ার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে