আজ নিশি কাটাইবো সুবলরে আমি রাধিকার বাসরে

0
3129

আজ নিশি কাটাইবো সুবল রে,সুবল রাধিকার বাসরে
ওরে রাধাকৃষ্ণের জন্য মনটা আনচান আনচান করে সুবল রে সুবল
রাধিকার বাসরে।

বাসরো সাজাইছে রাধায় রে সুবল লইয়া সবসখীরে
ওরে রাধার সাথে ফুলে ফুলে রে সুবল অতি যতন করে সুবল রে সুবল
রাধিকার বাসরে।

রাধা আমার জানেরো জান রে সুবল আছে হৃদ মন্দিরে
ওরে ক্ষণে ক্ষণে তাহার স্মৃতি কেবল মনে পরে সুবল রে সুবল
রাধিকার বাসরে।

ওয়ারিশ বলে ও পাগল মন মনরে আর কি ধৈর্য ধরে
রাধকৃষ্ণের যুগল মিলন করে বাসরঘরে সুবল রে সুবল
রাধিকার বাসরে।

গীতিকার ও সুরকারঃ শেখ এম ওয়ারিশ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে