অসীম সরকার।।কবি অসীম সরকার

0
192

অসীম সরকার

১৯৮৮ খ্রিষ্টাব্দে ১০ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার গলইখালী গ্রামে জন্মগ্রহণ করেন অসীম সরকার৷ বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনে কর্মরত।‌ উচ্চ শিক্ষা অর্জনের পর প্রতি জন্মদিনে একেকটি প্রতিষ্ঠান বা সংঘ গড়ে তোলেন৷
কোভিডের সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল তাই প্রতিষ্ঠা করেছেন ‘মধ্যনগর অনলাইন স্কুল’৷

সংগীতানুগারী অসীম সরকার বাজাতে পারেন বিভিন্ন তালবাদ্যযন্ত্র৷ লোকগান ‘আইলাম্বর’ মঞ্চস্থ করেছেন সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানে৷ সিলেট শিল্পকলা একাডেমির নাটক বিভাগের প্রশিক্ষনার্থী এবং তাকে প্রায়ই মঞ্চে দেখা যায়৷

তার পিতার নাম অবিশ্বাস সরকার ও মাতার নাম ছানা রাণী সরকার৷ তিনি গলইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে মাধ্যমিক, সিলেট সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেট এম.সি কলেজ থেকে দর্শন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন৷

৮ম শ্রেণি থেকে তার লেখালেখি শুরু৷ তাঁর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ‘তিমির হনন’ (২০১৫), শিশুতোষ ছড়াগ্রন্থ ‘ইচুম বিচুম'(২০২০), সম্পাদিত যৌথকাব্যগ্রন্থ ‘হৃদপারানির ঘাট'(২০১৭), ‘হাওরঃসমস্যা ও সম্ভাবনার কথা'(২০১৯); ‘রসিক সাধুর জীবন ও গান'(২০২১) সম্পাদনা ৷ প্রকাশের অপেক্ষায় ‘মুক্তিযুদ্ধে মধ্যনগরের অবদান’৷

এছাড়াও ২০১৮ সাল থেকে তিনি শিল্প সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ত্রৈমাসিক ‘গাঙুড়’ সম্পাদনা করছেন ৷
সময় পেলেই শিশুদের জন্য কাজ করেন৷ ব্রতচারী করে ঘুরে বেড়ান গ্রামে-গঞ্জে৷

২০১৫ সালে তাঁর গ্রামে প্রতিষ্ঠা করেছেন ‘অজিৎ স্মৃতি পাঠাগার’৷ গত শীতে এই পাঠাগারের অঙ্গনে গান পরিবেশন করেছেন বাউল লাল শাহ ও বিমান তালুকদার৷

অসীম সরকার ‘মধ্যনগর ছাত্র কল্যাণ পরিষদ সিলেটের সাবেক সভাপতি, ‘গলইখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, জাতীয় কবিতা পরিষদ এমসি কলেজ শাখার সাবেক সভাপতি ছিলেন৷

প্রতিষ্ঠা করেছেন রাইকিশোরী ধামাইল একাডেমি।
পেয়েছেন ‘মুরারিচাঁদ কবিতা পরিষদ সম্মাননা৷

প্রিয় অসীম সরকারের জন্মদিনে শুভেচ্ছা ও শুভ কামনা।‌
মোবাঃ ০১৭২২৬৪১২৬২

পোস্ট : Lal Shah

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে