ভাষার মাধ্যমে মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায়

0
148

ভাষার মাধ্যমে মানুষের ব্যক্তিত্বের প্রকাশ পায়

_____________ শাহেদ আহমদ Shahed Ahmed
প্রশিক্ষক, পিটিআই, সুনামগঞ্জ।

কারো মুখের ল্যাংগুয়েজ বলে দেয় তার ফ্যামিলি ব্যাকগ্রাউণ্ড কেমন। যে কথায় কথায় গালি দেয়, বুঝতে হবে তার বেড়ে উঠার পরিবেশ পজিটিভ ছিল না।

একজন মুসলিম কাউকে গালি দিতে পারে না। কারো মৃত্যু কামনা করতে পারে না। কারো অকল্যাণ কামনা করতে পারে না। কাউকে অভিশাপ দিতে পারে না। এগুলো ইসলামিক ফিতরাতের বহির্ভূত।
হাদীস শরীফে দুইটি ভয়ঙ্কর পাপের কথা বলা হয়েছে যা আমরা অবলিলায় করে থাকি। গালি দেওয়া এবং অভিশাপ দেওয়া।

গালি দেওয়া অকৃতজ্ঞতা। অভিশাপ দেওয়া অকৃতজ্ঞতা। কারো কথা অপছন্দ হল, অমনি গালি দিলেন- এটা শিষ্টাচার নয়। কারো কোনো আচরণ অপ্রত্যাশিত মনে হল, অমনি অভিশাপ দিলেন- এটা শিষ্টাচার নয়।

মুমিন সর্ববস্থায় অন্য মুমিনের কল্যাণ কামনা করবে। এটাই সৌহার্দ্র, এটাই ভ্রাতৃত্ব। মুসলিম ব্যক্তি সর্বাবস্থায় মুসলিম-অমুসলিম সকলের সাথে উত্তম ব্যবহার করবে- এটাই ঈমানের শর্ত।

আপনাকে কেউ গালি দিলে আপনি কী করবেন? গালি দিবেন? না, তা করা যাবে না। আপনি চুপ থাকবেন অথবা সুন্দর শব্দ প্রয়োগে তার গালির জওয়াব দিবেন এবং অবশ্যই তার জন্য কল্যাণের দোয়া করবেন।
কেউ আপনাকে অভিশাপ দিলে সেক্ষেত্রেও চুপ থাকুন। আপনি অভিশাপ দিতে যাবেন না। তার জন্য কল্যাণের দোয়া করুন।
আপনি তার হীন কাজের জওয়াব হীনতা দিয়ে দিতে যাবেন না। তাহলে আপনি আর তার মধ্যে পার্থক্য থাকবে না। গালির জওয়াব গালি দিয়ে দিলে আপনি হেরে যাবেন।

রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখা সত্যিই কঠিন কাজ। তবু নিজেকে নিয়ন্ত্রণে রাখুন। রাগের সময় মানুষের অরিজিনাল ব্যক্তিত্ব উন্মোচন হয়। রাগের সময় মাথা ঠাণ্ডা রাখা বীরত্ব। হে বিরাট বীরত্ব এটা।
আপনি কখনো উত্তেজিত হবেন না। উত্তেজিত হয়ে প্রকৃতপক্ষে কোনো কিছুই অর্জন করা যায় না।
(ব/মৌ/৭৩৪/২৫০৬২০২১)

শাহেদ আহমদ
প্রশিক্ষক,সুনকমগঞ্জ পিটিআই

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে