তুমি কি এমনি করে থাকবে দূরে,
আমার এ মন মানে না
কেন যে ধরা না দিয়ে ডাক বাশিঁরও সুরে।(২)
তুমি কি এমনি করে থাকবে দূরে।
রয়েছি একা একা, কবে যে পাব দেখা। (২)
যে ফাগুন যায় চলে সে আসে না আর ফিরে।
তুমি কি এমনি করে থাকবে দূরে।
এখনও রাত্রি হলে এ মনে দ্বীপও জ্বলে যেন তাই সাড়া পাই তুমি কি আসবে বলে। (২)
বুঝি না এ কি খেলা ভেঙ্গে যায় ফুল মেলা। (২)
ভ্রমরা গুনগুনিয়ে আসে না উড়ে।
তুমি কি এমনি করে থাকবে দূরে আমার এ মন মানে না কেন যে ধরা না দিয়ে ডাক বাশিঁরও সুরে।
তুমি কি এমনি করে থাকবে দূরে।