শাবিপ্রবির মহান শিক্ষকদের প্রতি খোলা চিঠি

0
168

শাবিপ্রবির শিক্ষকদের প্রতি খোলা চিঠি

শাবির মহান শিক্ষকবৃন্দ জেনে রাখুন আজ ৯ দিনেও আপনারা শিক্ষার্থীদের কাতারে দাঁড়াতে পারলেন কেবল চাকরির জন্য।বেশ ওকে আপনাদের নীতি নৈতিকতার গল্পগুলো আর যেনো কোনদিন ক্লাসে না বলেন সে জন্য প্রস্তুতি নেন।আমার সরাসরি শিক্ষক, যার কাছ থেকে অনেক নৈতিক গল্প শুনেছি,জনাব আনোয়ারুল ইসলাম।তিনিও জানালেন পুলিশকে কে অর্ডারটা দিলো জানতে পারলে বিশাল কান্ড ঘটাইয়া ফেলবেন।অথচ উনার কাছ থেকেই কোন একসময় শোনার সৌভাগ্য হয়েছিল ক্যাম্পাসে ভিসির অর্ডার ছাড়া পুলিশ ঢুকতে পারেনা,কিছুক্ষণ আগে একটা নিউজে দেখলাম পুলিশ দপ্তর থেকে জানানো হয়েছে স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে তারা ভিসির অনুমতিতেই গেছেন।তার মানে দিবালোকের মতো বিষয়টাতে ঘোলা পানিতে মাছ শিকারের মতই হাঁটছেন আমার মহান স্যার।আমরা সাবেক সাস্টিয়ানরা আজ লজ্জ্বিত এমন শিক্ষকদের কাছে আমরা পড়েছি।যাদের কাছে নীতির চেয়ে চাকরি বড় তাদের সাথে আমরা নাই।এইবার থাকেন আপনাদের ভিসি নিয়ে।১১ জন শিক্ষার্থী মৃত্যু পথযাত্রী,শ্বাস কষ্ট শুরু হয়ে গেছে অনেকের।শেষকথাটা বলে রাখলাম,কোন শিক্ষার্থীর কোনকিছু হলো আর কোন দিন কান্নাকাটি করে মিডিয়া মুখ দেখাতে আসবেননা প্লিজ।আমরা আপনাদের যা চিনার চিনে ফেলেছি।মাননীয় ভিসি সাব বলেছেন সরকার যে সিদ্ধান্ত নিবেন তিনি সেটাই মেনে নেবেন।এর অর্থ সরকারের চাকরি করেন,শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব তিনি করেন না।করলে তিনি এমনটা বলতেননা।এই ফরিদ স্যার আমি সাস্টে থাকাকালিন ও তিনি ভিসি ছিলেন।তিনি নিঃসন্দেহে একজন উদ্যোমী শিক্ষক। তাঁর সময়ে সাস্টের ব্যাপক উন্নতি আমার দেখার সৌভাগ্য হয়েছিল।তাই এখন পর্যন্ত উনার সম্পর্কে আমি কোন বাজে ভাষায় মন্তব্য করেনি।যেটা হয়েছে,এই আন্দোলনটা তিনি নিজে ডেকে এনেছেন।না হলে হালকা একটা বিষয় তৎক্ষণাৎ ই সমাধান করতে পারতেন।কিন্তু এটা উনার কপালে ছিল তিনি এভাবে বিদায় নেবেন। না হলে প্রথম ভুল,প্রভোস্ট পরিবর্তন করেননি,দ্বিতীয় ভুল কতিপয় নামধারী ছাত্রলীগ হামলা করেছে এটা উনার অন্তত ইঙ্গিত ছাড়া হয়েছে এটা কেউ বিশ্বাস করবেনা।তৃতীয় ভুল পুলিশের এট্যাক,এটাও উনার হুকুম অথবা নৈতিক সমর্থন ছাড়া হয় নাই,চতুর্থ ভুল অনশনের ৪৮ ঘন্টা পেরুলেও নিজে এসে যেকোন উপায়ে অনশন ভাঙাতে পারেননাই,উল্টো শিক্ষার্থীদের উপর মামলা হয়েছে সেটাও তিনি রদ করতে পারেননাই।

যেকারণে আমরা সাবেক সাস্টিয়ান,যাদের প্রিয় ভিসি ছিলেন জনাব ফরিদ উদ্দিন,তারপরো আজ উঁনার পদত্যাগ চাই তা নিচে পয়েন্ট আকারে তুলে ধরা হলো-

সবকিছু ভুলা গেলেও যে বিষয়ে কলংকিত হয়েই থাকবেন ভিসি ফরিদ উদ্দিন

১।“বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুলিশ দিয়ে পেঠানোর হুকুম দাতা জনাব ফরিদ উদ্দিন”
অনেকেই বলছেন তিনি অর্ডার দেননি।ভাই এই ভাঙ্গা রেকর্ড কেউ খাইতে চাইবেনা।এর কারণ প্রথমত তিনার অর্ডার ছাড়া বিশ্ববিদ্যালয়ে পুলিশ পা রাখার ক্ষমতা রাখেনা,দ্বিতীয়ত ভিসি যদি অর্ডার না দিয়ে থাকেন তাহলে এইভাবে নির্মমভাবে পুলিশ আক্রমণের পর তিনি কেন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেননি? তারমানে তার অর্ডারেই সব হয়েছে।

২।বিশ্ববিদ্যালয়ে ছাত্র দমনে গ্রেনেড ব্যবহারের নজির সৃষ্টি করেছেন তিনি।কারন একটা বিশেষ অস্ত্র কিভাবে অনুমতি ছাড়া ক্যাম্পাসের ভেতর পুলিশে ব্যবহার করতে পারলো?

৩।আন্দোলন দমাতে বুলেট ব্যবহার করেছে যার জেরে ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছে।এদেরকে দাগী করার পেছনে একমাত্র দায়ী মাননীয় ভিসি ফরিদ উদ্দিন সাহেব।

৪।শাবির গেটে জলকামান,সাজোয়া ট্যাঙ্ক সজ্জিত করে শাবিকে কলঙ্কিত করেছেন তিনি।একটা স্বাধীন দেশের ছাত্র দমনে এমন প্রস্তুতি কি পাক বাহিনীর দমন পীড়নকে মনে করিয়ে দেবার বাকি রেখেছে?

৫।সবিশেষ ভিসির অনুগত শিক্ষকদের মাঠে নামিয়ে বাংলার সম্মানিত কৃষকদের চাষাভুষা বলিয়েছেন তিনি যা সারা বাংলার কৃষক ও তাদের মেধাবী সন্তানদের চরম অসম্মানিত করিয়েছেন তিনি।

এর পরেও যারা ভিসিকে নিয়ে নাচতে চান কোন আপত্তি নাই।এমনিতেও আমাদের বাপ দাদাদের চাষাভুষা বানিয়েছেন,যথেষ্ট শিখেছি আপনাদের থেকে। সব শেষে এটাই বলবো ভিসি থাকবে কি থাকবেনা সেটা সরকারের বিষয় তবে কোন একটা শিক্ষার্থী যদি অকালে ঝড়ে পরে তাহলের তার দায়ভার ভিসি সহ সকল শিক্ষককেই নিতে হবে।

তাই এতসব ভুলের মাশুল এখন একমাত্র পদত্যাগ।তাই স্ব জ্ঞানে বলছি ভিসি স্যারের শেষ সম্মানটুকুর জন্য হলে ও উনার পদত্যাগ করা উচিত নতুবা যদি একটা ছাত্রের যদি কিচ্ছু হয়,পদত্যাগ তো তিনি করবেনই,জীবনের শেষ ভুলের মাশুলটি জীবিত থাকতে তিনি আর দিতে পারবেননা নিশ্চিত।আর সেই মাশুলের একটা বড় অংশ বর্তমান শাবির শিক্ষকদের তাড়া করে বেড়াবে মৃত্যুর আগ পর্যন্ত।তাই এখনো সময় আছে প্লিজ দ্রুত সিদ্ধান্ত নিন কি করবেন আপনারা।কথাগুলো মনের কষ্ট থেকে বলেছি,আমার কথায় কেউ কষ্ট পেলে,আমার কোন শিক্ষক কষ্ট পেলে ক্ষমা প্রার্থণা করছি,সর্বাবস্থায় আমরা স্যারদের প্রতি শ্রদ্ধাশীল। প্রভু সহায় হোন।শাবিপ্রবি আগের মতোই প্রাণচাঞ্চল্যময় হোক।

জীবন কৃষ্ণ সরকার
সাবেক সাস্টিয়ান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে