প্রাথমিকে প্যানেল নিয়োগই যৌক্তিক!

0
367

প্রাথমিকে প্যানেল নিয়োগই যৌক্তিক!

গত একবছর ধরে প্রাথমিকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরী প্রার্থীরা প্যানেল নিয়োগ করে আসছে।সময়ের পরিবর্তনে,করোনার থাবায় আর কোন শিক্ষক নিয়োগ পরীক্ষা না হওয়ায় বিশেষজ্ঞরা প্যানেল নিয়োগের পক্ষেই মত দিতে শুরু করছেন।এক দিকে শিক্ষক সংকট চরমে অপর দিকে সম্প্রতি কোন শিক্ষক নিয়োগ নিতে না পারায় শিক্ষা সংশ্লিষ্টরা প্যানেল নিয়োগ নিয়ে ভাবতে শুরু করছেন।অতি সস্প্রতি সাবেক শিক্ষা সচিব এন আই খান প্যানেল নিয়য়োগে মত প্রদান করায় বিষয়টি আবার সামনে চলে আসে।সরকারের পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান এমপিরমহোদয় ও মনে করেন শিক্ষকদের প্যানেল নিয়োগ হওয়াই দরকার।অপর দিকে সরকারের এমপিদের অধিকাংশই প্যানেল নিয়োগের ব্যাপারে এক মত হয়ে উর্ধতন মহলে চিঠি ইস্যু করেছেন অনেকেই।এমতাবস্থায় শিক্ষক সংকট দ্রুত নিরসনে,রিট জটিলতা নিরসনে,নিয়োগব্যায় হৃাসকল্পে সব মিলিয়ে বলা যায় প্রাথমিকে প্যানেল নিয়োগই হতে যৌক্তিক। সরকার প্যানেল আন্দোলনকারীদের যৌক্তিক দাবীর প্রতি একটু নমনীয় হলেই প্যানেল নিয়োগ কার্যকর করা সম্ভব হবে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে