কৃষিবিদ অধ্যাপক ডক্টর মোঃ মোহন মিয়া
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামের কৃতি সন্তান কৃষিবিদ অধ্যাপক ড.মোঃ মোহন মিয়া। ঐতিহ্যবাহি শেখ তরিকুল্লাহ পরিবারের সুযোগ্য উত্তরসুরী। তিনি মরহুম হাজী মোছন মিয়ার জৈষ্ঠ পুত্র। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক,সাবেক ডীন, সাবেক সিন্ডিকেট সদস্য, জেনেটিক্স এন্ড এনিম্যাল ব্রেডিং বিভাগের প্রতিষ্টাতা চেয়ারম্যন। দেশের বরেন্য এই কৃষিবিদ কৃষি ও প্রানী সম্পদ সম্পর্কিত গবেষণাধর্মী বহু গ্রন্থ প্রনেতা। আমেরিকার নিউইয়র্কের আমেরিকান একাডেমিক প্রেস কর্তৃক Md.Mohan Mia Classical and Molecular Genetics এবং জার্মানীর Lambert Academic Publishing থেকে প্রকাশিত Md.Mohan Mia Introduction to Animal Breeding তাঁর লেখা এই দুঠি গ্রন্থ অন্যতম। মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে কৃতিত্বের সহিত সরাইল অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় হতে ১৯৮০ খ্রিঃ এস,এস,সি , ১৯৮২ খ্রিঃ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ হতে এইচ,এস,সি পাশ করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ হতে বি,এস,সি অনার্স এম,এস,সি ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে Animal Breeding and Genetics বিষয়ে পিইচডি ডিগ্রি অর্জন করেন।১৯৯০ সালে বাংলাদেশ প্রানী সম্পদ গবেষনা ইনিস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবনে প্রবেশ করেন। ১৯৬৪ খ্রিস্টাব্দের ৩১ ডিসেম্বর জন্মগ্রহন করেন এই গুণী গবেষক ও কৃষিবিদ। শিক্ষাজীবনে মেধাবী শিক্ষার্থী ড.মোহন কর্মজীবনেও অপরিসীম মেধার সাক্ষর রাখছেন। তাঁর সফল গবেষণা কর্মের সুখ্যাতি আন্তর্জাতিক পরিমন্ডলে গ্রহণযোগ্যতা পেয়েছে। বিশেষ করে আমেরিকা ও জার্মানী হতে প্রকাশিক দুটি গ্রন্থ দেশের সীমানা ছাড়িয়ে তাঁকে পরিচিত করে তুলেছে বহিঃর্বিশ্বে।
তথ্যসূত্রঁ মোঃ সিরাজুল ইসলাম, সাংবাদিক