কি আছে জীবনে আমার যদি তুমিই না থাকো

0
182

কি আছে জীবনে আমার
যদি তুমিই না থাকো পাশে মরণে
হয়তো আমার প্রাণ কাঁদিবে শুধু
বিরহের দিন গুনে

তুমি আছ সব আছে
ভুবনে আমার
তুমি নাই কিছু
ব্যাথারি পাহাড়
তুমি ওগো তুমি মোর
জীবনে মরণে

তুমি ছায়া আমি কায়া
একই রূপে স্বরূপ
তুমি সুর আমি বাঁশি
আহা কি অপরূপ
তুমি ওগো তুমি মোর
শয়নে স্বপনে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে