কল্যাণ চন্দ্র গুহ।Kolyan Chandra Ghuho

0
419

কল্যাণ চন্দ্র গুহ

কলঢাণ চন্দ্র গুহ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য ইংরেজি শিক্ষক ছিলেন।তার ক্লাস চলাকালে শিক্ষার্থী টু শব্দ করার সুযোগ ছিলনা স্যারের অনর্গল স্পীকিং এর জন্য।তাই তার শিক্ষার্থীদের মুখে মুখে তিনি।বর্তমানে তিনি নিজ গ্রাম বিশরপাশায় অবসর জীবন যাপন করছেন।স্যারের জন্য শুভকামনা।
স্যারের মোবাইল নাম্বারঃ০১৭২৭২১০২০৮

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে