এইচএসসিতে এ+ পেয়েছে জিয়াউর ও জাহিদ,হাসুস’র অভিনন্দন!

0
160

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নের দুই কৃতী শিক্ষার্থী জিয়াউর রহমান ও জাহিদুল ইসলাম সদ্য প্রকাশিত এইচএসসি ২১ এর ফলাফলে জিপিএ- ৫ অর্জন করেছে।তাদের এই ঈর্ষণীয় ফলাফলে অভিনন্দন জানিয়েছে হাওরভিত্তিক দেশের প্রথম সাহিত্য ও সামাজিক সংগঠন হাওরসাহিত্য উন্নয়ন সংস্থা (হাসুস) বাংলাদেশ।রেজাল্ট প্রকাশের পর গতকাল রবিবার হাসুস বাংলাদেশ’র অফিসিয়াল পেজ থেকে একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তাদের এই অভিনন্দন বার্তা জানানো হয়।পাঠকদের জ্ঞাতার্থে হাসুস বাংলাদেশ’র অফিসিয়াল স্ট্যাটাসটি হুবহু তোলে ধরা হলো।

“সদ্য প্রকাশিত এইচএসসি রেজাল্টে বংশীকুন্ডা ইউনিয়নের দুই কৃতি শিক্ষার্থী জিয়াউর রহমান ও জাহিদুল ইসলাম জিপিএ-৫ অর্জন করায় হাসুস বাংলাদেশ’র পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।শুভকামনা দুই কৃতী শিক্ষার্থীর জন্য।হাসুস পরিবার তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে।”

জানা যায়,জিয়াউর রহমান সিলেট সরকারি কলেজ ও জাহিদুল ইসলাম জাহিদ নেত্রকোনা সরকারি কলেজ থেকে এবছর বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।এর আগে এসএসসিতেও তারা বংশীকুন্ডা লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে দুজনই এ+ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন।এইচএসসিতে আবারো এ+ প্রাপ্তিতে সন্তোষ জানিয়ে তাদের একজন শিক্ষক জীবন কৃষ্ণ জানান,“তাদের এই অর্জনে সত্যি ভীষণ খুশি হয়েছি। তবে আশা করবো বিশ্ববিদ্যলয়,মেডিকেল ভর্তি পরীক্ষাতেও তারা মেধার স্বাক্ষর রেখে প্রথম সারিতে নিজেদের নাম লিখাবে।আশা করি চেষ্টা অব্যাহত রাখলে পারবে,এটা আমার বিশ্বাস।।এসময় তিনি উক্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে