অনেক সময় লজিক বা যুক্তি বিদ্যায় অযুক্তিক কিছু ধরা পরে।চলুন বন্ধুরা নিচে Some of Example দেখে আসি।
দৃশ্যকল্প-১
Study = No Fail————(1)
No Study = Fail—————–(2)
(1)+(2) =>
=> Study + No Study = No Fail+ Fail
=> Study(1+No)= Fail(No+1)
=> Study(1+No)= Fail(1+No)
So, Study=Fail
দৃশ্যকল্প-২
2× infinity= infinity———-(1)
And 3× infinity= infinity——-(2)
So, by combinating Eqn (1) & (2)
We Find, 2=3
দৃশ্যকল্প-৩
-20x=-20x
=> 16x-36x=25x-45x
=> 4^2-2.4.9/2+(9/2)^2= 5^2-2.5.9/2+(9/2)^2
=> (4-9/2)^2 = (5-9/2)^2
=> 4-9/2 = 5-9/2
=> 4= 5 -9/2+9/2
So 4 = 5
উপরের তিনটি উদাহরণই যৌক্তিক ভাবে সঠিক তবে প্রচলিত বাস্তবতার সম্পূর্ণ বিরুদ্ধে।
তাই হে জীবকূল শ্রেষ্ঠ মানব, সবকিছু যুক্তিতে নয়,কিছু জিনিস জ্ঞান দিয়েও বুঝে নিতে হয়।
বিঃদ্রঃ লেখাটি কোনক্রমেই কপি করবেননা।ভালো লাগলে শেয়ার করুন।