হাওরপিডিয়াভুক্ত হতে যা যা লাগবে।।হাসুস লেখক আর্কাইভে যুক্ত হতে যা যা লাগবে।

0
116

বিশেষ ঘোষণা

প্রিয় সুধী,আপনারা জেনে খুশি হবেন যে, সিলেটের সকল লেখকদের জীবনী,পরিচিতি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে হাওর ভিত্তিক সাহিত্য ও সামাজিক সেবামূলক সংগঠন “ হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা(হাসুস) বাংলাদেশ।”সকল লেখকদের নিয়ে প্রাথমিক ভাবে তথ্য সংগ্রহ করে “হাসুস লেখক আর্কাইভ,সিলেট” নামে পেজে রাখা হবে।পরবর্তিতে সাধ্যানুযায়ী হার্ড কপি কোন সংগ্রহশালায় অথবা কোন ওয়েব পোর্টালে সংগ্রহ করবে। এরই ধারাবাহিকতায় সিলেট’র বই প্রকাশিত হয়েছে এমন সকল লেখকদের বইয়ের প্রচ্ছদ,লেখকের ছবি এবং সংক্ষিপ্ত জীবনী আহ্বান করছে।অনুগ্রহ করে সকল লেখকবৃন্দ এই আহ্বানে সারা দিয়ে প্রয়োজনীয় তথ্য সরবরাহের জন্য অনুরোধ রাখছি।
বিঃদ্রঃ আপনার বায়োডাটা নতুন বই প্রকাশ অথবা আপনার কোন তথ্য যেকোন সময় সম্পাদকের সাথে যোগাযোগ করে এডিট করতে পারবেন।

আহ্বানে
জীবন কৃষ্ণ সরকার
সম্পাদক,হাসুস লেখক আর্কাইভ,সিলেট,
প্রতিষ্ঠাতা প্রধান,হাসুস বাংলাদেশ।
২৯/০১/২০২১

হাসুস লেখক আর্কাইভ যেসব তথ্যগুলো সংরক্ষণে রাখবে

নামঃ
লেখালেখির বিষয়ঃ
প্রকাশিত গ্রন্থ ও নামঃ (গ্রন্থের নামের সাথে প্রকাশের সাল দিতে হবে)
জন্ম সনঃ
পিতার নামঃ
মাতার নামঃ
স্ত্রীর নামঃ
বিয়ের সনঃ
বিয়ের গ্রামের নামঃ
সন্তানের সংখ্যা ও নামঃ
স্থায়ী ঠিকানাঃ
বর্তমান ঠিকানাঃ
মোবাইল নাম্বারঃ
মেইল নাম্বারঃ
পেশাঃ
প্রিয় শখঃ
রাজনৈতিক পরিচয়(থাকলে)
সংগঠন সংশ্লিষ্টতাঃ
অন্যান্যঃ
পদক/সম্মাননাঃ
প্রচ্ছদ সমূহ
একটি ভালো ছবি।

বিশেষ পরিচিতি থাকলে উল্যেখ করতে পারেন।

পাঠিয়ে দিন এখুনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে